রাঙামাটির ঘাগড়ায় সড়ক দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার উল্টে আহত ৩

- আপডেট সময় : ১১:৫৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটি সদরের ঘাগড়া বাঁকে একটি প্রাইভেটকার দুর্ঘটনায় পতিত হয়ে উল্টে গেছে। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা মেট্রো-ঘ ১৩-৭০৩৮ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকারটি চট্টগ্রাম থেকে রাঙামাটির দিকে যাচ্ছিল। ঘাগড়া এলাকার একটি বাঁকে পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং প্রাইভেটকারটি রাস্তার পাশে উল্টে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং গাড়ির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িটিতে মোট চারজন আরোহী ছিলেন। তাদের মধ্যে তিনজন আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তার ওই অংশে বাঁকটি খুবই তীক্ষ্ণ এবং প্রায়ই সেখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে।

এ বিষয়ে রাঙামাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা খবর পেয়েই ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও বাঁকে ব্রেক কন্ট্রোল হারানোর কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।”
এদিকে দুর্ঘটনার খবরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকে দুর্ঘটনাপ্রবণ বাঁকে প্রয়োজনীয় সতর্কতামূলক চিহ্ন ও স্পিডব্রেকার বসানোর দাবি জানিয়েছেন।