রক্তের কোনো সংকট নেই, বার্ন ইনস্টিটিউটে অহেতুক ভিড় না করার আহ্বান

- আপডেট সময় : ০৮:৩৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ২০ বার পড়া হয়েছে
উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রক্তের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে ইনস্টিটিউট প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন,
“আমাদের কাছে পর্যাপ্ত রক্ত মজুত রয়েছে। অসংখ্য স্বেচ্ছাসেবী রক্তদাতা প্রস্তুত। সবাই মানবিক দায়িত্ববোধ থেকে রক্ত দিতে আসছেন, কিন্তু অনুগ্রহ করে অহেতুক ভিড় না করে ধৈর্য ধরুন। কারণ অতিরিক্ত ভিড় চিকিৎসা সেবায় ব্যাঘাত ঘটাচ্ছে।”
তিনি আরও জানান, বর্তমানে নেগেটিভ ব্লাড গ্রুপের কিছু ইউনিট অতিরিক্ত লাগতে পারে। তবে প্রয়োজন হলে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
“রোগীদের শারীরিক অবস্থা দ্রুত পরিবর্তন হচ্ছে, তাই পরিস্থিতি বিশ্লেষণ করে ৬ থেকে ৮ ঘণ্টা পর আবার সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে,”—বলেন তিনি।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ, শিক্ষার্থী, পেশাজীবীসহ নানা বয়সের নারী-পুরুষ জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভিড় করেন রক্ত দিতে। এই উদারতা প্রশংসার দাবিদার হলেও চিকিৎসা কার্যক্রমে বাধা না দিয়ে নিয়ন্ত্রিতভাবে সহায়তা করাই অধিক কার্যকর বলে মনে করছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ‘এফটি-৭ বিজিআই’ বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চলমান ছিল এবং শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত ছিলেন। ফলে প্রাণহানির পাশাপাশি বিপুল সংখ্যক শিশু গুরুতর দগ্ধ হয়।
দেশজুড়ে শোকাবহ এই ঘটনার পর আহতদের চিকিৎসা, রক্ত সংগ্রহ ও স্বজনদের সহায়তায় বার্ন ইনস্টিটিউটে নিরলস কাজ চলছে।