যশোরে প্রেম সংক্রান্ত বিরোধে কলেজছাত্র খুন: গ্রেপ্তার ৩

- আপডেট সময় : ০৭:৫৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় প্রেম সংক্রান্ত বিরোধের জেরে শাওন হোসেন (২০) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। সোমবার (১ জুলাই) রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শাওন রাজগঞ্জ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং স্থানীয় রিকশাচালক মজিবর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন সম্প্রতি এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। কিন্তু মেয়েটির পরিবারের পক্ষ থেকে সম্পর্কটি মেনে নেওয়া হয়নি। কিছুদিন ধরে শাওনকে হুমকি দিয়ে আসছিল একদল যুবক।
সোমবার রাত ৯টার দিকে বাজার থেকে ফেরার সময় একটি নির্জন স্থানে ওঁৎ পেতে থাকা ৪-৫ জন দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে সে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মনিরামপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে। নিহতের পরিবার দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।