মগবাজার হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু: প্রাথমিকভাবে বিষক্রিয়ার ইঙ্গিত

- আপডেট সময় : ০২:৫৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধারকৃত স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রাথমিক আলামত ও পরীক্ষার ভিত্তিতে ধারণা করা হচ্ছে, তারা খাদ্যে বিষক্রিয়ার কারণে মারা গেছেন।
সোমবার (৩০ জুন) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে ময়নাতদন্ত সম্পন্ন করেন প্রভাষক ডা. জাকিয়া তাসনিম।
ময়নাতদন্ত শেষে তিনি সাংবাদিকদের বলেন,
“তিনজনের শরীরের উপসর্গ দেখে আমরা প্রাথমিকভাবে মনে করছি, খাদ্যে বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহ থেকে ব্লাড ও ভিসেরা সংগ্রহ করে মহাখালীর পরীক্ষাগারে পাঠানো হয়েছে। চূড়ান্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এর আগে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। সেখানেও উল্লেখ করা হয়, কারও শরীরে বাহ্যিকভাবে আঘাতের কোনো চিহ্ন নেই। এতে খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কাই প্রধান বলে ধরা হচ্ছে।
ময়নাতদন্ত শেষে মরদেহ তিনটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।