ভয়াবহ জলাবদ্ধতায় দুর্ভোগ ফেনীবাসীর, কোমর পানিতে হেঁটে পরীক্ষা দিতে ছুটছে শিক্ষার্থীরা

- আপডেট সময় : ০৯:০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে ফেনী জেলায় টানা ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে ফেনীর প্রধান সড়ক এবং সরকারি কলেজ সড়কের চিত্র ছিল সবচেয়ে ভয়াবহ। কোমরসমান পানিতে ডুবে গেছে রাস্তাঘাট, স্থবির হয়ে পড়েছে জনজীবন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শহরের জলাবদ্ধতা সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা এলেই একই অবস্থা তৈরি হয়, কিন্তু কর্তৃপক্ষের কোনো তৎপরতা চোখে পড়ে না।
সবচেয়ে চমকপ্রদ ও বেদনাদায়ক চিত্র দেখা গেছে পরীক্ষার কেন্দ্রগুলোর সামনে। আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শত শত পরীক্ষার্থী কাঁধে ব্যাগ নিয়ে কোমর পর্যন্ত পানির মধ্যে হেঁটে কেন্দ্রে পৌঁছাতে বাধ্য হয়েছেন। অনেকেই ছাতা মাথায়, ভিজে জামা-কাপড়েই পরীক্ষা দিতে কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে।
শিক্ষার্থী রিমা আক্তার বলেন, “পানি কইরা পার হইছি, তাও পরীক্ষা তো দিতেই হবে। খুব কষ্ট হইছে, কিন্তু আর কী করা।”
অন্যদিকে, অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এত গুরুত্বপূর্ণ সড়ক যদি পানিতে তলিয়ে যায়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে? বর্ষা এলেই শহর যেন ডুবে যায়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, জলাবদ্ধতা নিরসনে টেকসই ড্রেনেজ ব্যবস্থা ও সঠিক পরিকল্পনা ছাড়া এ সমস্যা থেকে মুক্তি সম্ভব নয়।