বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো গুগল পে

- আপডেট সময় : ০৭:৪৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
স্মার্টফোনেই হবে লেনদেন, প্লাস্টিক কার্ডের যুগের অবসান
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের মোবাইল পেমেন্ট সেবা ‘গুগল পে’, যা গুগল ওয়ালেট নামেও পরিচিত। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ কার্যক্রমের উদ্বোধন করেন।
গুগল, মাস্টারকার্ড এবং ভিসার সহায়তায় সিটি ব্যাংক পিএলসি এই আধুনিক ডিজিটাল পেমেন্ট সেবাটি বাংলাদেশে প্রথমবারের মতো চালু করেছে।
যেভাবে কাজ করবে গুগল পে
এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে ‘গুগল পে’-এর মাধ্যমে দ্রুত ও নিরাপদ লেনদেন সম্পন্ন করতে পারবেন।
গ্রাহকেরা দেশে বা বিদেশে এনএফসি (NFC) প্রযুক্তি সমর্থিত পস (POS) মেশিনে শুধু স্মার্টফোন স্পর্শ করেই লেনদেন সম্পন্ন করতে পারবেন। ফলে কার্ড বের করা, সুইপ করা বা নগদ অর্থ গণনার প্রয়োজন নেই।
নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব
গুগল পে-তে ব্যবহৃত হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি, যা গ্রাহকের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। স্মার্টফোনই হয়ে উঠবে এক একটি ডিজিটাল ওয়ালেট, যার মাধ্যমে কেনাকাটা, সিনেমা টিকিট বুকিং কিংবা বিমানযাত্রার লেনদেন—সবকিছুই সম্ভব হবে।
ডিজিটাল বাংলাদেশে আরেকটি বড় পদক্ষেপ
এই উদ্যোগকে ডিজিটাল লেনদেন ব্যবস্থার এক যুগান্তকারী মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বাংলাদেশে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার প্রসারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।