বরগুনায় বৃষ্টির মধ্যেই সড়কে পিচ ঢালাই: অনিয়মে ক্ষোভ স্থানীয়দের

- আপডেট সময় : ০২:৫২:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
বরগুনার পাথরঘাটা উপজেলায় একটানা কয়েক দিন ধরে টানা বৃষ্টি। বৃষ্টিতে সড়কে জমে আছে পানি, কোথাও কোথাও কাদায় পরিণত হয়েছে সুরকি। অথচ এমন প্রতিকূল পরিস্থিতিতেই চলছে পিচ ঢালাইয়ের কাজ। কাঁঠালতলী ইউনিয়নের কাঁঠালতলী বাজার থেকে পরিঘাটা পর্যন্ত এলজিইডির বাস্তবায়নাধীন প্রায় দেড় কিলোমিটার সড়কে বৃষ্টির মধ্যেই চলছে কার্পেটিং (পিচ ঢালাই)। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
শনিবার (২৮ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, মুষলধারে বৃষ্টির মধ্যেও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ছাতা মাথায় ধরে পিচ ঢালাইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন। কোথাও কোথাও বৃষ্টির পানি সড়কে জমে থাকায় তা বেলচা দিয়ে সরিয়ে তারপর ঢালাই দেওয়া হচ্ছে। অথচ আগেই দেওয়া প্রাইম কোট ধুয়ে গেলেও নতুন করে কোনো প্রাইম কোট দেওয়া হয়নি। এই কাজের সময় এলজিইডির কোনো কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সূত্র জানায়, ২০২৩ সালের দরপত্র অনুযায়ী প্রায় ২ হাজার ২০০ মিটার দৈর্ঘ্যের সড়কটির সংস্কার কাজ পায় ‘সিকদার ট্রেডার্স’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ১ কোটি ২০ লাখ ৩৮ হাজার ৬৪৬ টাকা ব্যয়ে শুরু হওয়ার কথা থাকলেও কাজ শেষ না হওয়ায় একাধিকবার