সর্বশেষ
বিশ্ব মঞ্চে ব্রাহ্মণবাড়িয়ার ‘মানবপুতুল’ নৃত্য: ওসাকা এক্সপোতে যাচ্ছে ক্ষুদে শিল্পীরা পদ্মার ইলিশ কোথায় হারাল? স্বাদের রাজা এখন নাগালের বাইরে জোঁকের তেল: গোপন শক্তি না গোপন বিপদ? কী বলছে চিকিৎসা বিজ্ঞান? “বিয়ের জন্য আপনি প্রস্তুত তো? জেনে নিন চূড়ান্ত আত্মবিশ্লেষণের ৬টি দিক” আজ মানিক মিয়া এভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিএমপির ডাইভারশন নির্দেশনা—এড়িয়ে চলুন এই সড়কগুলো যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা ব্যবসায়িক ভিসায় নতুন শর্ত: আবেদনেই জমা দিতে হতে পারে ১৮ লাখ টাকার বন্ড টাঙ্গাইলে ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক কাউন্সিলর ফজলে এলাহী গ্রেফতার বিয়ে ছিল ফাঁদ! ৮ স্বামীকে ফাঁসিয়ে কোটি টাকা হাতানো সামিরা নবম বিয়ের আগেই গ্রেপ্তার প্রেমের ফাঁদে চা, তারপর অজ্ঞান! পাত্রী গ্রেপ্তার, জব্দ হওয়া মোবাইল গেল বাংলাদেশে

প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে গণধোলাই খেলেন প্রেমিক

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০১:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

শরীয়তপুর সদর উপজেলার মধ্য চরসুন্দী গ্রামে এক যুবক প্রেমিকার বিয়ে ঠেকাতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন। অভিযুক্ত সুলাইমান মুন্সী শরীয়তপুর পৌরসভার কাশাভোগ এলাকার মোতালেব মুন্সীর ছেলে।

ঘটনাটি ঘটে রবিবার (৬ জুলাই) সকালে।

স্থানীয়রা জানান, সুলাইমান নিজের বিবাহিত পরিচয় গোপন রেখে শরীয়তপুর সরকারি কলেজের এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলেন। এক পর্যায়ে তাদের মাঝে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিওও ধারণ করেন তিনি। কিন্তু পরে ছাত্রীটি জানতে পারেন—সুলাইমান বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এরপরই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।

পরবর্তীতে ছাত্রীটির পরিবার অন্য জায়গায় বিয়ের আয়োজন করলে, সেই খবর পেয়ে সুলাইমান সকালে পাত্রপক্ষকে গোপনে ছবি ও ভিডিও পাঠিয়ে বিয়ে ভাঙানোর চেষ্টা করেন। পরে তিনি মেয়েটির বাড়িতেও উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করতে চাইলেই সন্দেহ জাগে স্থানীয়দের। তখনই তাকে ধরে একটি গাছে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

ছাত্রীটির অভিযোগ, সুলাইমান তাকে ব্ল্যাকমেইল করে একাধিকবার টাকা নিয়েছেন। এ পর্যন্ত প্রায় এক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও জানান তিনি।

মেয়েটির মা বলেন, “এই ছেলেটা আমার মেয়ের জীবন শেষ করে দিয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ বিষয়ে পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, “অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা নিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে গণধোলাই খেলেন প্রেমিক

আপডেট সময় : ০১:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

শরীয়তপুর সদর উপজেলার মধ্য চরসুন্দী গ্রামে এক যুবক প্রেমিকার বিয়ে ঠেকাতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন। অভিযুক্ত সুলাইমান মুন্সী শরীয়তপুর পৌরসভার কাশাভোগ এলাকার মোতালেব মুন্সীর ছেলে।

ঘটনাটি ঘটে রবিবার (৬ জুলাই) সকালে।

স্থানীয়রা জানান, সুলাইমান নিজের বিবাহিত পরিচয় গোপন রেখে শরীয়তপুর সরকারি কলেজের এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলেন। এক পর্যায়ে তাদের মাঝে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিওও ধারণ করেন তিনি। কিন্তু পরে ছাত্রীটি জানতে পারেন—সুলাইমান বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এরপরই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।

পরবর্তীতে ছাত্রীটির পরিবার অন্য জায়গায় বিয়ের আয়োজন করলে, সেই খবর পেয়ে সুলাইমান সকালে পাত্রপক্ষকে গোপনে ছবি ও ভিডিও পাঠিয়ে বিয়ে ভাঙানোর চেষ্টা করেন। পরে তিনি মেয়েটির বাড়িতেও উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করতে চাইলেই সন্দেহ জাগে স্থানীয়দের। তখনই তাকে ধরে একটি গাছে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

ছাত্রীটির অভিযোগ, সুলাইমান তাকে ব্ল্যাকমেইল করে একাধিকবার টাকা নিয়েছেন। এ পর্যন্ত প্রায় এক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও জানান তিনি।

মেয়েটির মা বলেন, “এই ছেলেটা আমার মেয়ের জীবন শেষ করে দিয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ বিষয়ে পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, “অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা নিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।”