প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে গণধোলাই খেলেন প্রেমিক

- আপডেট সময় : ০১:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
শরীয়তপুর সদর উপজেলার মধ্য চরসুন্দী গ্রামে এক যুবক প্রেমিকার বিয়ে ঠেকাতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন। অভিযুক্ত সুলাইমান মুন্সী শরীয়তপুর পৌরসভার কাশাভোগ এলাকার মোতালেব মুন্সীর ছেলে।
ঘটনাটি ঘটে রবিবার (৬ জুলাই) সকালে।
স্থানীয়রা জানান, সুলাইমান নিজের বিবাহিত পরিচয় গোপন রেখে শরীয়তপুর সরকারি কলেজের এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলেন। এক পর্যায়ে তাদের মাঝে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিওও ধারণ করেন তিনি। কিন্তু পরে ছাত্রীটি জানতে পারেন—সুলাইমান বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এরপরই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।
পরবর্তীতে ছাত্রীটির পরিবার অন্য জায়গায় বিয়ের আয়োজন করলে, সেই খবর পেয়ে সুলাইমান সকালে পাত্রপক্ষকে গোপনে ছবি ও ভিডিও পাঠিয়ে বিয়ে ভাঙানোর চেষ্টা করেন। পরে তিনি মেয়েটির বাড়িতেও উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করতে চাইলেই সন্দেহ জাগে স্থানীয়দের। তখনই তাকে ধরে একটি গাছে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়।
ছাত্রীটির অভিযোগ, সুলাইমান তাকে ব্ল্যাকমেইল করে একাধিকবার টাকা নিয়েছেন। এ পর্যন্ত প্রায় এক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও জানান তিনি।
মেয়েটির মা বলেন, “এই ছেলেটা আমার মেয়ের জীবন শেষ করে দিয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ বিষয়ে পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, “অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা নিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।”