পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে সংঘাত নিছক বোকামি: আইএসপিআর ডিজি

- আপডেট সময় : ০৬:৪৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ২২ বার পড়া হয়েছে
পাকিস্তান ও ভারতের মতো পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সামরিক সংঘাতকে “নিছক বোকামি ও অযৌক্তিক” বলে মন্তব্য করেছেন পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। ব্রিটিশ এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এ ধরনের সংঘাত উভয় দেশের জন্য ধ্বংস ডেকে আনতে পারে।”
তিনি জানান, পাকিস্তান শান্তিপ্রিয়, তবে যুদ্ধ চাপিয়ে দিলে জবাব দিতে প্রস্তুত। ভারতের বিরুদ্ধে মিথ্যা আখ্যান ও প্ররোচনার অভিযোগ তুলে তিনি বলেন, “বিদ্যমান বিরোধ যেকোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে।”
পেহেলগাম হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ৬-৭ মে’র ভারতীয় আগ্রাসনের জবাবে ছয়টি যুদ্ধবিমান, যার মধ্যে তিনটি রাফায়েল, গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
২২ এপ্রিল কাশ্মীর হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। ৭ মে শুরু হওয়া সংঘাত ১০ মে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে গড়ায়।