পাখির দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: সেনা অভিযানে গ্রেফতার জসিম ও হোসনা

- আপডেট সময় : ০৯:০৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাখির দোকানের আড়ালে গড়ে উঠা একটি মাদকচক্রের সন্ধান মিলেছে। সেনাবাহিনীর আশুগঞ্জ ক্যাম্পের বিশেষ অভিযানে দোকান থেকে ৬৬৫ পিস ইয়াবা, নগদ প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকা, একাধিক মোবাইল ফোন, ওয়াকিটকি, হাতকড়া ও বেশ কয়েকটি চেকবইসহ দুইজনকে আটক করা হয়েছে।
রোববার (৭ জুলাই) রাতে উপজেলার আশুগঞ্জ বাজারের জাকির মার্কেটে ‘শাহজালাল পাখির মেলা’ নামের একটি দোকানে এ অভিযান পরিচালনা করেন সেনা সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন—জেলার নবীনগর উপজেলার তৈয়ব আলী মিয়ার ছেলে জসিম ওরফে ‘পাখি জসিম’ (৩৫) এবং কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের হুমায়নপুর এলাকার মো. গোলাম হোসেন মিয়ার মেয়ে মোছা. হোসনা আক্তার।
জসিমের বিরুদ্ধে আগেও অভিযোগ
স্থানীয়দের অভিযোগ, পাখির ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরেই মাদক বাণিজ্য চালিয়ে যাচ্ছিলেন পাখি জসিম। কখনও নিজেকে পুলিশের সোর্স হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতেন। এমনকি বিভিন্ন এলাকা থেকে নারীদের এনে তাদের মাধ্যমে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ বিভিন্ন সংবাদমাধ্যমে ইতিপূর্বেও প্রকাশিত হয়েছে।
অভিযানের বিবরণ
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ বাজারের জাকির মার্কেটে অভিযান চালানো হয়। অভিযানকালে ‘শাহজালাল পাখির মেলা’ দোকানে তল্লাশির সময় দোকান ঘর থেকে ৬৬৫ পিস ইয়াবা, নগদ ১,৩৯,৯১৭ টাকা, তিনটি স্মার্টফোন, একটি ওয়াকিটকি বাটন ফোন, একটি হ্যান্ডকাফ এবং ছয়টি চেকবই উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে জসিমের সঙ্গে থাকা হোসনা আক্তার নামের এক নারীকেও আটক করা হয়।
আইনি প্রক্রিয়া চলছে
আশুগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খায়ের জানান, সেনাবাহিনীর সদস্যরা আটক দুই আসামিকে আলামতসহ পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা গ্রহণ করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।