পাকিস্তানে ইমরান খানকে সরাতে ফের সক্রিয় ‘মাইনাস ওয়ান’ ফর্মুলা: পিটিআইর অভিযোগ

- আপডেট সময় : ০৯:০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক | ২৬ জুন ২০২৫:
সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ও চাপে আবারও ‘মাইনাস ওয়ান’ ফর্মুলা সক্রিয় হয়েছে—এমন অভিযোগ তুলেছে পিটিআই। দলটির দাবি, ইমরান খানকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়ার জন্য এক চক্রান্তমূলক প্রচারণা চালানো হচ্ছে।
বুধবার (২৫ জুন) এক বিবৃতিতে পিটিআই এই ষড়যন্ত্রকে “ঘৃণিত প্রচারণা” হিসেবে উল্লেখ করে দাবি করে, রাষ্ট্রীয় মদদে তাদের নেতাকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চলছে। খবর প্রকাশ করেছে পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
পিটিআইর মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম সরাসরি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেত্রী আজমা বুখারির দিকে অভিযোগের আঙুল তুলে বলেন,
“রাজপ্রাসাদের ইন্ধনে আমাদের দলকে ভেতর থেকেই ধ্বংস করার নীলনকশা আঁকা হচ্ছে।”
এদিকে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর অভিযোগ করেন, তার সরকারের ওপর ‘গভর্নর শাসন’ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে।
“এর পেছনে মূল উদ্দেশ্য হলো—ইমরান খানকে রাজনৈতিকভাবে কোণঠাসা করা,” বলেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা বক্তব্য দিয়েছেন পিএমএল-এন নেত্রী আজমা বুখারি। তিনি বলেন,
“ইমরান খান আজ তার নিজের দল এবং পরিবারের মধ্যেই অগ্রহণযোগ্য হয়ে উঠেছেন। ভাগ্যের পরিহাস, যিনি এক সময় নওয়াজ শরিফকে ‘মাইনাস’ করতে চেয়েছিলেন, আজ তিনিই নিজেই রাজনৈতিকভাবে নির্বাসিত।”
তিনি আরও দাবি করেন,
“ইমরানের বোন আলিমা খান গান্ডাপুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং তিনিও স্বীকার করেছেন যে, তার বিরুদ্ধে রাজনৈতিক চাল চলছে। আলী আমিন গান্ডাপুর যদি সময়মতো প্রাদেশিক বাজেট পাস করাতে ব্যর্থ হতেন, তাহলে সংবিধান অনুযায়ী তাকে পদত্যাগ করতে হতো।”
জেলবন্দি ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ, দলীয় অভ্যন্তরীণ সংকট এবং কেন্দ্রীয় সরকারের কৌশল—সব মিলিয়ে পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা আরও ঘনীভূত হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।