পঞ্চগড়ে দুই বছরের সন্তানের গলায় ছুরি ধরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

- আপডেট সময় : ০৮:৪৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ২১ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে এক নৃশংস ঘটনা ঘটেছে, যেখানে দুই বছরের সন্তানের গলায় ছুরি ধরে এক গৃহবধূকে ধর্ষণের শিকার হতে হয়। শুক্রবার রাতের ওই ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী নারী অসুস্থ সন্তানের সঙ্গে ইজিবাইকে বাবার বাড়ি ফিরছিলেন। পঞ্চগড় সদর উপজেলার তিনমাইল সুরিভিটা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ইজিবাইকের চালক তাকে ডাক দিয়ে থামতে বাধ্য করেন। এরপর জনি ইসলামসহ চার যুবক তাকে জোরপূর্বক রাস্তার পাশে একটি চা বাগানে নিয়ে যান। সেখানে শিশুর গলায় ছুরি ধরে তারা পালাক্রমে ওই গৃহবধূকে ধর্ষণ করে।
পুলিশ ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাত ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে নারী ও শিশুকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় ভয় ও ক্ষোভ বিরাজ করছে। কর্তৃপক্ষ দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন।