নেতানিয়াহুর বিরুদ্ধে মামলাকে ‘ভয়াবহ’ বললেন ট্রাম্প, জানালেন ক্ষোভ

- আপডেট সময় : ১২:৫২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৮ জুন) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে তিনি নেতানিয়াহুর প্রতি প্রকাশ্যে সমর্থন জানান এবং চলমান আইনি প্রক্রিয়াকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, “নেতানিয়াহুর সঙ্গে যা ঘটছে তা ভয়ংকর। একজন দেশের প্রধানমন্ত্রীকে সারাদিন আদালতের বেঞ্চে বসিয়ে রাখা—এটা কল্পনাতীত। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি একজন সত্যিকারের যুদ্ধনায়ক।”
তিনি আরও বলেন, “ইরান এবং হামাসের হুমকি মোকাবেলায় নেতানিয়াহু অসাধারণ নেতৃত্ব দিয়েছেন। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি। অথচ এখন তাঁকে রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে।”
ইসরায়েলের বর্তমান নিরাপত্তা সংকট ও গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলা ইরান এবং হামাসের সঙ্গে আলোচনাকে বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন ট্রাম্প।
এর আগেও তিনি একাধিকবার নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা বাতিলের আহ্বান জানান এবং তাকে ‘নিঃশর্তভাবে ক্ষমা’ দেয়ার পক্ষে মত দেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী থাকাকালীন ঘুষ গ্রহণ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মামলার বিচার চলমান। যদিও নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি করছেন।