সর্বশেষ
নির্বাচন কমিশন ঘোষণা করল ১০ পৌরসভার ভোট তফসিল

প্রতিবাদী কণ্ঠ
- আপডেট সময় : ০৮:৫২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:
নির্বাচন কমিশন (ইসি) আগামী আগস্ট মাসে ১০টি পৌরসভায় নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী:
মনোনয়নপত্র জমা: ২২ জুলাই
বাছাই: ২৫ জুলাই
প্রার্থিতা প্রত্যাহার: ২৮ জুলাই
ভোটগ্রহণ: ২৫ আগস্ট
পৌরসভাগুলো হলো—চুয়াডাঙ্গা, নেত্রকোনা, কুড়িগ্রাম, লক্ষ্মীপুর, ঝিনাইদহ, কিশোরগঞ্জ, ভোলা, পিরোজপুর, সাতক্ষীরা ও বান্দরবান।
ভোট গ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত বিজিবি, র্যাব, পুলিশ মোতায়েন থাকবে বলে ইসি জানিয়েছে।