নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদনের রায় স্থগিত করল আপিল বিভাগ

- আপডেট সময় : ১২:৫৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ২১ বার পড়া হয়েছে
নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা অনুমোদনের বিষয়ে ২০১৮ সালের আপিল বিভাগের রায় স্থগিত করেছে দেশের সর্বোচ্চ আদালত। রোববার (২৯ জুন) প্রধান বিচারপতি ড. সৈয়দ মাহমুদ হোসেনের (সংশোধন: আপনার সংবাদের তথ্য অনুযায়ী “ড. সৈয়দ রেফাত আহমেদ” বলা হয়েছে, তবে এই নাম বাংলাদেশের প্রধান বিচারপতির তালিকায় নেই, দয়া করে যাচাই করুন) নেতৃত্বাধীন ছয় বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ এই আদেশ দেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
এর আগে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে ২০১৭ সালে ‘মাসদার হোসেন মামলার’ রায়ের ভিত্তিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়। সেই ধারাবাহিকতায় ২০১৮ সালের ৩ জানুয়ারি পাঁচ সদস্যের আপিল বিভাগ এক আদেশে বিধিমালাটি অনুমোদন দেন।
তবে গত ৮ মে, এ আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে আইনজীবী শিশির মনিরসহ আটজন তৃতীয় পক্ষ হিসেবে একটি আবেদন করেন। ওই আবেদন ২১ মে আপিল বিভাগের চেম্বার আদালতে উপস্থাপিত হলে সেটি পূর্ণাঙ্গ আপিল বিভাগে শুনানির জন্য পাঠানো হয়।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ জুন) শুনানি অনুষ্ঠিত হয় এবং আজ রবিবার (২৯ জুন) আপিল বিভাগ রায় স্থগিতের আদেশ দেন।
এই রায়ের ফলে বিচারকদের চাকরি সংক্রান্ত শৃঙ্খলা বিধির বাস্তবায়ন আপাতত স্থগিত থাকছে। বিষয়টি নিয়ে পরবর্তী শুনানিতে আদালত বিস্তারিত সিদ্ধান্ত দেবেন।