নিজস্ব ব্যবস্থাপনায় ছয় মাস চলবে নিউমুরিং টার্মিনাল, দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত বুধবার

- আপডেট সময় : ০৫:২৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আগামী ছয় মাস বন্দর কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে। তবে ভবিষ্যতে এই টার্মিনালের দায়িত্ব নৌবাহিনীকে দেওয়া হবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল বুধবার (২ জুলাই)।
মঙ্গলবার (১ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা উপদেষ্টা কমিটির বৈঠকে এনসিটির সাময়িক পরিচালনার জন্য বন্দর কর্তৃপক্ষকে অনুমোদন দেওয়া হয়।
এনসিটি বর্তমানে পরিচালিত হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেকের মাধ্যমে, যার কার্যকাল শেষ হচ্ছে আগামী ৬ জুলাই। এরপর এই টার্মিনালের দায়িত্ব আন্তর্জাতিক শিপিং কোম্পানি দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার বিষয়ে আলোচনা চলছিল। তবে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হওয়ায় আপাতত ওই পরিকল্পনা স্থগিত রেখে বিকল্প পথে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
বিকল্প ব্যবস্থায় এনসিটির দায়িত্বভার সাময়িকভাবে বন্দর কর্তৃপক্ষ নিজেই নেবে। একইসঙ্গে, টার্মিনাল পরিচালনায় নৌবাহিনীর সহায়তা নেওয়া হতে পারে বলেও জানা গেছে। তবে এ দায়িত্ব সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডাইরেক্ট প্রোকিউরমেন্ট মেথড) প্রদান করা হবে কি না, সে সিদ্ধান্তও নেওয়া হবে আগামীকালের বৈঠকে।
এদিকে মঙ্গলবার অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির বৈঠকে সার, এলএনজি, জলযান ক্রয়, সড়ক সংস্কার ও আশ্রয়কেন্দ্র নির্মাণসহ মোট ১৫টি প্রকল্প প্রস্তাব অনুমোদিত হয়েছে।