নাটোরে ছিনতাই: ভুয়া পুলিশ সেজে টাকা লুট, প্রধান আসামি গ্রেফতার

- আপডেট সময় : ০৩:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
নাটোরে পুলিশ পরিচয়ে পান ব্যবসায়ীদের কাছ থেকে এক লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলার প্রধান আসামি জীবন হোসেন (৩০)–কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ জুন) দুপুর ২টার দিকে পাবনার ছোট শালগাড়িয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জীবন একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
পুলিশ জানায়, গত ১৭ মে সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের আবুল হোসেন ও বেল্লাল হোসেন নাটোরের দত্তপাড়া মোকামে পান বিক্রি করতে আসেন। তারা যৌথভাবে এক লাখ ৭৫ হাজার টাকার পান বিক্রি করেন। বিকেল চারটার দিকে বাড়ি ফেরার পথে চাঁদপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাদের গতিরোধ করে।
নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দুর্বৃত্তরা প্রথমে পিস্তল প্রদর্শন করে ও পরে ছুরি দেখিয়ে ভয় দেখিয়ে টাকাগুলো ছিনিয়ে নেয়। এরপর তারা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
এ ঘটনার সময় ভুক্তভোগী বেল্লাল হোসেন মোবাইলে ভিডিও ধারণ করে রাখেন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে থানায় মামলা হলে পুলিশ তদন্তে নামে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় জীবন হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার সহযোগীকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।