নতুন রূপে ২ ও ৫ টাকার নোট: প্রকাশিত হলো ছবি

- আপডেট সময় : ০৪:৩৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ২০ বার পড়া হয়েছে
অর্থ সচিব ড. খায়রুজ্জামান মজুমদারের স্বাক্ষরে নতুন ডিজাইনের ২ ও ৫ টাকার কারেন্সি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
ঐতিহাসিক স্থাপনার ছোঁয়ায় নতুন সিরিজের সব নোট
বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপতা’ শীর্ষক থিমে নতুন সিরিজের সকল মূল্যমানের (২ থেকে ১০০০ টাকা পর্যন্ত) নোট মুদ্রণের কার্যক্রম শুরু করেছে।
নতুন নোটে বাজারে এসেছে ১০০০, ৫০ ও ২০ টাকা
গভর্নর ড. আহসান হাবিব মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নোট ১ জুন থেকে বাজারে প্রথমবারের মতো প্রচলনে দেওয়া হয়েছে।
পর্যায়ক্রমে আসছে আরও মূল্যমানের নতুন নোট
৫০০, ২০০, ১০০, ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকার কারেন্সি নোটও শিগগিরই বাজারে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব নোটের ইস্যুর তারিখ ও নিরাপত্তা বৈশিষ্ট্য পরে জানানো হবে।
চলমান নোট ও মুদ্রা থাকবে বহাল
নতুন নোট চালুর পাশাপাশি বর্তমানে প্রচলিত সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা যথারীতি চালু থাকবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।