ধানমন্ডিতে ফের ককটেল আতঙ্ক: ইবনে সিনা ও মাইডাস সেন্টারের সামনে পরপর বিস্ফোরণ
- আপডেট সময় : ১০:৩১:০১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
রাজধানীর ধানমন্ডিতে আজ সোমবার (১০ নভেম্বর) সকালে দুটি স্থানে পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইবনে সিনা হাসপাতাল ও মাইডাস সেন্টারের সামনে এই বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ৭টার দিকে প্রথমে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের সামনে দু’টি এবং কিছুক্ষণ পর মাইডাস সেন্টারের সামনে আরও দু’টি ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন,
“প্রাথমিকভাবে জানা গেছে, মোট চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।”
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে ভোরে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান শাখার সামনে এবং সকাল সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’র ভেতরে ও বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
তিনটি স্থানে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ ঘটায় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে।


















