সর্বশেষ
দিনাজপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

প্রতিবাদী কণ্ঠ
- আপডেট সময় : ০৮:৪০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় বজ্রপাতে দুইজন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আবদুল মালেক (৫৫) ও হায়দার আলী (৪৮)।
সোমবার বিকেলে উপজেলার ভরট গ্রামের এক ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাত হয়। স্থানীয়রা জানান, তারা মাঠে কাজ করছিলেন, হঠাৎ আকাশে কালো মেঘ জমে যায় এবং ঝড়-বৃষ্টি শুরু হয়। তখনি বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দু’জন মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম বলেন, “প্রতিবছরই আমাদের এই এলাকায় বজ্রপাতে প্রাণহানি ঘটে। অথচ কৃষকদের সচেতন করার কোনো কার্যকর পদক্ষেপ নেই।”
প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।