তিস্তার পানি বিপৎসীমার নিচে, নদীপাড়ে ফিরে আসছে স্বস্তি

- আপডেট সময় : ০৬:৪০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
উজান থেকে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে কয়েকদিন ধরে উত্তাল ছিল তিস্তা নদী। নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নদীপাড়ের মানুষদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বুধবার (৩০ জুলাই) সকাল থেকে পরিস্থিতি উন্নতির দিকে। ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার নিচে নেমে এসেছে বলে নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড।
বিপৎসীমার ওপরে ছিল পানি, রাতভর ছিল আতঙ্ক
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত পর্যন্ত তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল। এ সময় নদীপাড়ের নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাসিন্দারা রাতভর আতঙ্কে কাটান। অনেকেই ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
ডিমলার পূর্বখড়িবাড়ী গ্রামের বাসিন্দারা জানান,
“আমন ধানের চারাগুলো তিস্তার পানিতে তলিয়ে গেছে। এখন পানি কিছুটা কমলেও যদি আবার বৃষ্টি হয়, তাহলে ফসল বাঁচানো মুশকিল হবে।”
পানি কমছে, কিন্তু সতর্কতা অব্যাহত
বুধবার সকাল ৬টায় ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি ছিল ৫২.১৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার কাছাকাছি। তবে সকাল ৯টায় তা কমে এসে দাঁড়ায় ৫২.০৭ সেন্টিমিটারে—যা বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচে।
ডালিয়া পাউবোর পানি পরিমাপক নূরুল ইসলাম বলেন,
“রাত থেকেই পানি কমতে শুরু করেছে। এখন পরিস্থিতি স্থিতিশীল হলেও আমরা উজানের দিকে নজর রাখছি।”
এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান,
“তিস্তার পানি এখন বিপৎসীমার নিচে। বড় ধরনের কোনো ঝুঁকি নেই, তবে সতর্কতা অব্যাহত রয়েছে। উজানে নতুন করে ভারি বৃষ্টি হলে আবার পানি বাড়ার আশঙ্কা রয়েছে।”
আগাম সতর্কতা জারি
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে তিস্তার পানি কমলেও আগামী ২৪ ঘণ্টায় নতুন করে বৃষ্টিপাত হলে পরিস্থিতি আবার জটিল হতে পারে। এজন্য স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।