তানোর উপজেলা প্রেস ক্লাবের বর্ধিত সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে এক বিশেষ বর্ধিত সভা গতকাল (১৫মে) বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সম্মানিত সভাপতি বকুল হোসেন এবং সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব শরীফ উদ্দীন মুন্সি।
প্রধান অতিথি তার বক্তব্যে প্রেস ক্লাবের সার্বিক অগ্রগতি ও পেশাগত মানোন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান। ক্লাব সদস্যদের ঐক্য, পেশাদারিত্ব এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়টি তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
উক্ত বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি : অধ্যাপক মফিজ উদ্দিন সরকার। দৈনিক বিজনেস বাংলাদেশ, সহ-সভাপতি হামিদুর চৌধুরী। দৈনিক মান
সহ-সভাপতি হামিদুর চৌধুরী। দৈনিক মানবাধিকার প্রতিদিন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন কুমার দাস। দৈনিক রাজশাহীর আলো, যুগ্ম সাধারণ সম্পাদক: এইচএম ফারুক। দৈনিক রাজশাহী প্রতিদিন ও সময়ের আলো, কোষাধ্যক্ষ : সেলিম রেজা। দৈনিক রাজবার্তা, দপ্তর সম্পাদক : সৈয়দ মাহমুদ শাওন। দৈনিক উত্তরা প্রতিদিন, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক প্রভাষক আব্দুর রাহীম। আলোকিত ৭১ সংবাদ, নির্বাহী সদস্য : বিশ্বজিৎ চৌধুরী। দৈনিক গণমুক্তি, প্রভাষক লুৎফর রহমান। দৈনিক আজকের বসুন্ধরা, মামুনুর অর রশীদ। সোনার বাংলা ২৪ ডটকম, আশরাফুল ইসলাম। দৈনিক সংবাদপত্র ডিজিটাল ডটকম, পাপ্পু কুমার। বিডি সমাচার ২৪ ডটকম , প্রভাষক রেজাউল করিম। রাজশাহী ট্রিবিউন ২৪ ডটকম ও সামসুজোহা।
সভায় ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন। আলোচনা পর্বে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও প্রশিক্ষণের গুরুত্ব, এবং তানোর উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সভা শেষে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত সকল সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়, যা উপস্থিত সদস্যদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি করে। এ ধরনের সভা নিয়মিত আয়োজনের মাধ্যমে ক্লাব সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় হবে এবং পেশাগত দিক থেকেও সবাই আরো সক্রিয় ভূমিকা পালন করতে পারবেন বলে আশা ব্যক্ত করেন আয়োজকগণ।