ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে ভয়াবহ ডাকাতি ও নারী নিগ্রহ: গ্রেফতার ৩

- আপডেট সময় : ০৬:৫৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে এখনো তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে। ঢাকা থেকে রংপুরগামী ‘আল ইমরান পরিবহনের’ একটি বাস যখন এলেঙ্গা অতিক্রম করে, তখন যাত্রীবেশে থাকা একটি সংঘবদ্ধ ডাকাত দল বাসটি নিয়ন্ত্রণে নেয়। তারা চালক, হেলপার এবং যাত্রীদের চোখ-মুখ ও হাত-পা বেঁধে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। এ সময় বাসে থাকা নারী যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ ও শ্লীলতাহানি চালায় তারা।
ডাকাত দল বাসটি পরে সাভারের আশুলিয়া এলাকায় নিয়ে যায় এবং রাতভর বিভিন্ন সময় একই রুটে তা বারবার চালায়। একপর্যায়ে ভোরবেলা টাঙ্গাইলের শিবপুর এলাকায় বাসটি ফেলে রেখে পালিয়ে যায় তারা।
ঘটনার পর টাঙ্গাইল সদর থানায় ডাকাতি ও শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।