ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় তেলের বাজারে বড় পতন, এশিয়ার শেয়ারবাজারে ইতিবাচক সাড়া

- আপডেট সময় : ০৭:৫৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুতগতিতে হ্রাস পেয়েছে। গত এক সপ্তাহের মধ্যে এটাই তেলের দামের সবচেয়ে বড় পতন, জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৬৮ ডলারে নেমে এসেছে, যা সোমবারের ৭ শতাংশ দরপতনের ধারাবাহিকতা। এই দামটি ১২ জুনের তুলনায়ও কম, যেদিন ইসরায়েল প্রথম ইরানের ভেতরে সামরিক হামলা চালিয়েছিল।
তেলের বাজারে এই দরপতনের প্রভাব পড়েছে এশিয়ার পুঁজিবাজারেও। জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলোতে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। বিনিয়োগকারীদের মধ্যে উত্তেজনা প্রশমনের আশায় বাজারে ফিরেছে আস্থা।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম “ট্রুথ সোশ্যাল”-এ এক পোস্টে জানান, ইরান ও ইসরায়েল একটি “পূর্ণ ও স্থায়ী যুদ্ধবিরতিতে” সম্মত হয়েছে।
তবে এখনো পর্যন্ত ইসরায়েল কিংবা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতির বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি, ফলে এর বাস্তবতা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।