ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরপরই ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, বাজলো সাইরেন

- আপডেট সময় : ০৭:৫৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েল লক্ষ্য করে আঘাত হানে। এই হামলার জেরে ইসরায়েলের উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। খবর টাইমস অব ইসরায়েল’র।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে, হামলার আগে থেকেই সম্ভাব্য আক্রমণের ব্যাপারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব সতর্কতা জারি করা হয়েছিল। ফলে অনেক এলাকাতেই নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশনা আগেই প্রদান করা হয়।
এই হামলা এমন এক সময়ে ঘটল, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে এক দিনের মধ্যে কার্যকর হতে যাওয়া যুদ্ধবিরতির ঘোষণার মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের আশা জাগছিল। কিন্তু আকস্মিক এই হামলার ফলে যুদ্ধবিরতি কার্যকর হওয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তবে এখন পর্যন্ত আইডিএফ কোনো ক্ষয়ক্ষতি কিংবা পাল্টা প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। দেশটির নিরাপত্তা বাহিনী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।