সর্বশেষ
বিশ্ব মঞ্চে ব্রাহ্মণবাড়িয়ার ‘মানবপুতুল’ নৃত্য: ওসাকা এক্সপোতে যাচ্ছে ক্ষুদে শিল্পীরা পদ্মার ইলিশ কোথায় হারাল? স্বাদের রাজা এখন নাগালের বাইরে জোঁকের তেল: গোপন শক্তি না গোপন বিপদ? কী বলছে চিকিৎসা বিজ্ঞান? “বিয়ের জন্য আপনি প্রস্তুত তো? জেনে নিন চূড়ান্ত আত্মবিশ্লেষণের ৬টি দিক” আজ মানিক মিয়া এভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিএমপির ডাইভারশন নির্দেশনা—এড়িয়ে চলুন এই সড়কগুলো যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা ব্যবসায়িক ভিসায় নতুন শর্ত: আবেদনেই জমা দিতে হতে পারে ১৮ লাখ টাকার বন্ড টাঙ্গাইলে ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক কাউন্সিলর ফজলে এলাহী গ্রেফতার বিয়ে ছিল ফাঁদ! ৮ স্বামীকে ফাঁসিয়ে কোটি টাকা হাতানো সামিরা নবম বিয়ের আগেই গ্রেপ্তার প্রেমের ফাঁদে চা, তারপর অজ্ঞান! পাত্রী গ্রেপ্তার, জব্দ হওয়া মোবাইল গেল বাংলাদেশে

টানা পাঁচ দিন বজ্রবৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০১:২৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

বাংলাদেশজুড়ে আগামী পাঁচ দিন বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে।

সোমবার (৭ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে সই করেন আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।

পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর সঙ্গে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ঘুরে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং বাকি অংশে মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরেও এটি প্রবল আকার ধারণ করেছে।

৭ জুলাইয়ের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু অংশে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দক্ষিণাঞ্চলের তাপমাত্রা কিছুটা কমতে পারে, অন্যত্র তেমন পরিবর্তন নেই। রাতের তাপমাত্রাও প্রায় একই থাকবে।

৮ জুলাইয়ের পূর্বাভাসে বলা হয়েছে, একই রকম বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

৯ জুলাইয়ের জন্য জানানো হয়েছে, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও দেখা যেতে পারে। সেইসঙ্গে দেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

১০ জুলাইয়ের আবহাওয়া বলছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি জায়গায় বৃষ্টি হতে পারে। বাকি বিভাগগুলোতেও কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাপমাত্রা দিনে ও রাতে সামান্য বৃদ্ধি পেতে পারে।

১১ জুলাইয়ের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু এলাকায় এবং ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে বৃষ্টিপাতের এই ধারা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টানা পাঁচ দিন বজ্রবৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস

আপডেট সময় : ০১:২৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

বাংলাদেশজুড়ে আগামী পাঁচ দিন বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে।

সোমবার (৭ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে সই করেন আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।

পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর সঙ্গে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ঘুরে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং বাকি অংশে মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরেও এটি প্রবল আকার ধারণ করেছে।

৭ জুলাইয়ের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু অংশে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দক্ষিণাঞ্চলের তাপমাত্রা কিছুটা কমতে পারে, অন্যত্র তেমন পরিবর্তন নেই। রাতের তাপমাত্রাও প্রায় একই থাকবে।

৮ জুলাইয়ের পূর্বাভাসে বলা হয়েছে, একই রকম বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

৯ জুলাইয়ের জন্য জানানো হয়েছে, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও দেখা যেতে পারে। সেইসঙ্গে দেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

১০ জুলাইয়ের আবহাওয়া বলছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি জায়গায় বৃষ্টি হতে পারে। বাকি বিভাগগুলোতেও কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাপমাত্রা দিনে ও রাতে সামান্য বৃদ্ধি পেতে পারে।

১১ জুলাইয়ের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু এলাকায় এবং ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে বৃষ্টিপাতের এই ধারা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে।