চট্টগ্রামে রেকর্ড পরিমাণ চোরাই মোবাইল উদ্ধার, তালিকায় আপনারটিও থাকতে পারে!

- আপডেট সময় : ০১:৫৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
বিস্তারিত প্রতিবেদন:
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) একটি বড় সফলতা অর্জন করেছে। রেকর্ড পরিমাণ চোরাই ও ছিনতাই হওয়া মোবাইল ফোন, ল্যাপটপ এবং নগদ টাকা উদ্ধার করেছে তারা।
মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ৩৪২টি মোবাইল ফোন, ৬টি ল্যাপটপ এবং ২ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন সিএমপির গোয়েন্দা বিভাগের কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম।
ফেসবুক পোস্টে আনন্দের বার্তা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মোহাম্মদ রবিউল ইসলাম লিখেছেন—
“আলহামদুলিল্লাহ! ৩৪২ টি চোরাই, ছিনতাইয়ের মোবাইল, ৬ টি ল্যাপটপ ও ২ লাখ টাকা উদ্ধার। একসঙ্গে এত চোরাই মোবাইল উদ্ধার এই শহরে আগে হয়নি। আস্থা রাখুন বাংলাদেশ পুলিশে।”
মোবাইলের তালিকা প্রকাশ, খুঁজে নিন আপনারটি
উদ্ধার করা মোবাইলগুলোর তালিকা প্রকাশ করেছে সিএমপি। চুরি, ছিনতাই কিংবা হারিয়ে যাওয়া মোবাইলগুলোর মধ্যে আপনার মোবাইলটিও থাকতে পারে। এজন্য পুলিশ একটি অনলাইন লিঙ্কের মাধ্যমে তালিকাটি সবার জন্য উন্মুক্ত করেছে।
তালিকাটি দেখতে ও নিজের হারিয়ে যাওয়া মোবাইলটি আছে কি না তা যাচাই করতে নিচের লিঙ্কে ক্লিক করতে বলা হয়েছে (লিঙ্কটি ফেসবুক পোস্টে সংযুক্ত)।
দেশজুড়ে প্রশংসিত হচ্ছে এই পদক্ষেপ
সিএমপির এই অভিযান ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সাধারণ মানুষ পুলিশের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলছেন— পুলিশ চাইলে পারে।
পুলিশের আহ্বান
যাদের মোবাইল বা ল্যাপটপ চুরি হয়েছে, তারা যেন সিএমপির সঙ্গে যোগাযোগ করে প্রমাণসহ দাবি করেন। সঠিক কাগজপত্র ও প্রমাণ দিলে মালিকদের হাতে এসব জিনিস ফিরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।