চকরিয়ায় চুরির পর পুলিশ সদস্যের স্ত্রীর ওপর বর্বর ধর্ষণ, থানায় মামলা

- আপডেট সময় : ০৭:২৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
বিস্তারিত সংবাদ:
কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর এক ঘটনায় একটি ভাড়া বাসায় চুরি ও ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী একজন পুলিশ সদস্যের স্ত্রী। সোমবার (১৪ জুলাই) গভীর রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ নৃশংস ঘটনা ঘটে।
বুধবার (১৬ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় নারী নির্যাতন, ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে একটি মামলা নেওয়া হয়েছে।
ভুক্তভোগীর স্বামী একজন পুলিশ সদস্য এবং বর্তমানে ট্যুরিস্ট পুলিশে কর্মরত। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন।
মামলার এজাহারের বরাতে ওসি জানান, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাত যুবক রান্নাঘরের জানালা দিয়ে বাসায় প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চলাইট। বাসায় ঢুকে তিনি প্রথমে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন। পরে অস্ত্রের মুখে ওই নারীকে রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় তার দুই শিশু সন্তান ঘরে ছিল এবং তারা আতঙ্কে কান্না শুরু করে।
দুর্বৃত্ত পালিয়ে যাওয়ার পর কান্নাকাটি শুনে পাশের ভাড়াটিয়ারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ওই রাতেই ভুক্তভোগীর স্বামী থানায় উপস্থিত হন এবং পরদিন সকালে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেন।
চকরিয়া থানার ওসি বলেন, “ঘটনার পর থেকেই আমরা গুরুত্বসহকারে বিষয়টি তদন্ত করছি। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।”
এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।