খুলনায় সু ফ্যাক্টরি হঠাৎ লে-আউট ঘোষণা, চাকরি হারালেন শত শত শ্রমিক

- আপডেট সময় : ০১:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
খুলনা, ২৯ জুন:
খুলনার দৌলতপুর জুট মিল প্রাঙ্গণে অবস্থিত ‘ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড’ হঠাৎ করে লে-আউট (সাময়িক বন্ধ ঘোষণা) করায় চরম অনিশ্চয়তায় পড়েছেন কারখানাটির চার শতাধিক শ্রমিক। শনিবার (২৮ জুন) মিল গেটে টানানো এক নোটিশে জানানো হয়, গত ২৬ জুন থেকে প্রতিষ্ঠানটি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
নোটিশে বলা হয়, কাঁচামালের ঘাটতি এবং বিদেশি ক্রেতাদের অর্ডার বাতিলের কারণে কোম্পানি সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
শ্রমিকদের বিক্ষোভ
ছোট কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে শনিবার সকালে মিলগেট এলাকায় জড়ো হয়ে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তাদের দাবি, বিনা নোটিশে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পাশাপাশি কোনো প্রকার পাওনাও পরিশোধ করা হয়নি।
শ্রমিক মিজানুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন,
“এভাবে হঠাৎ করে প্রতিষ্ঠান বন্ধ করে দিলে আমরা পরিবার নিয়ে কোথায় যাবো? আমরা দ্রুত আমাদের সব বকেয়া চাই।”
আলোচনা সভা ও মালিকপক্ষের আশ্বাস
বিক্ষোভের প্রেক্ষিতে পরে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সমন্বয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মালিকপক্ষ আশ্বাস দেয়, শ্রম আইন অনুসারে শ্রমিকদের চলতি মাসের বেতনসহ সব বকেয়া নির্ধারিত সময়ের মধ্যেই পরিশোধ করা হবে।
ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপক মো. ইসহাক বলেন,
“আমাদের তৈরি পণ্য বায়াররা নেয়নি। নতুন অর্ডার আসছে না, কাঁচামালও মিলছে না। তাই আপাতত প্রতিষ্ঠান চালানো সম্ভব হচ্ছে না। তবে আমরা দ্রুত ফ্যাক্টরিটি পুনরায় চালু করতে চাই।”
প্রশাসনের অবস্থান
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক মো. হেমায়েত উদ্দিন বলেন,
“প্রতিষ্ঠান লে-আউট করলেও শ্রমিকরা যেন নিয়ম অনুযায়ী বেতন-বকেয়া পান, সেটা কঠোরভাবে দেখা হবে। মালিকপক্ষও আইন অনুযায়ী পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে।”
পটভূমি
দৌলতপুর জুট মিল খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের একটি। ২০২২ সালে এটি ইজারা নেয় বেসরকারি প্রতিষ্ঠান ফরচুন গ্রুপ। এরপর মিল চত্বরে চালু করা হয় সু উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড’।