সর্বশেষ
খাগড়াছড়িগামী শান্তি পরিবহনের বাস জালিয়াপাড়ায় দুর্ঘটনার শিকার

প্রতিবাদী কণ্ঠ
- আপডেট সময় : ০৭:৩৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ২০ বার পড়া হয়েছে
ঢাকা থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস মারমান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। সোমবার রাত ১০টায় ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা বাসটি খাগড়াছড়ির জালিয়াপাড়া এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে হতাহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কার্যক্রমে অংশ নেয় এবং পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।