এইচএসসি ও আলিম পরীক্ষায় অসদুপায়: আমতলীতে ৯ শিক্ষার্থী বহিষ্কার

- আপডেট সময় : ০২:৫৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
বরগুনার আমতলী উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খাঁন কেন্দ্র পরিদর্শনের সময় এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
রোববার (২৯ জুন) সকালে আমতলী সরকারি কলেজ ও বিকেলে আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষা চলছিল আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে। পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে ইউএনও মো. রোকনুজ্জামান খাঁন অসদুপায় অবলম্বনের অভিযোগে আমতলী সরকারি কলেজের কারিগরি শাখার ৪ জন এবং চাওড়া টেকনিক্যাল কলেজের ১ জন শিক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করেন।
এছাড়া, একই দিনে সকালে আমতলী সরকারি কলেজ কেন্দ্রে আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদরাসা, ন.ম আমজাদিয়া সিনিয়র মাদরাসা, তালতলী ছোটভাইজোড়া সিনিয়র মাদরাসা ও পশ্চিম চিলা ফাজিল মাদরাসার ১ জন করে মোট ৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, “সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে আমরা কঠোর অবস্থানে আছি। কোনোভাবেই অসদুপায় বরদাশত করা হবে না।”