সর্বশেষ
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নয়, ফিটনেসবিহীন যানবাহনও চলবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবাদী কণ্ঠ
- আপডেট সময় : ০৩:৩৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
আসন্ন ঈদযাত্রায় বাসভাড়া সরকার নির্ধারিত সীমার বাইরে নেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বাস মালিকদের সঙ্গে আলোচনায় এ বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে সচিবালয়ে ‘নিরাপদ ঈদযাত্রা’ বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পথ যেন নিরাপদ হয়, তা নিশ্চিত করতে মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আমরা বসেছি। অনভিজ্ঞ চালকদের গাড়ি না চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে, মালিকপক্ষ তা মানতে রাজি হয়েছেন।”
তিনি জানান, বাসে যাত্রী ছদ্মবেশে অপরাধ ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি বাসে তিন