ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ চলবেই: খামেনির কঠোর বার্তা

- আপডেট সময় : ০৫:৪৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ১১ বার পড়া হয়েছে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের ধারা থেমে থাকবে না। এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বার্তায় তিনি জানান, ইসরায়েল যে অপরাধ করেছে, তার কঠিন মূল্য দিতে হবে এবং সেই প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে।
তিনি লেখেন, “জায়নবাদী শত্রু বড় ধরনের ভুল ও অপরাধ করেছে। এই অপরাধের কঠিন শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা এখন সেই শাস্তিই পাচ্ছে।”
প্রসঙ্গত, গত ১৩ জুন ইসরায়েল ইরানের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর জবাবে পাল্টা পদক্ষেপ নিতে শুরু করে ইরান। ফলে দেশটির ভেতরে নিরাপত্তা জোরদার করা হয়।
এ অবস্থায় ইরানের গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনিকে রাজধানী তেহরানে তার বাসভবন থেকে একটি নিরাপদ ও গোপন বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন এবং সরাসরি কোনও জনসংযোগ রাখছেন না।