ইয়েমেনের বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের বোমা হামলা

- আপডেট সময় : ০১:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। রবিবার (৬ জুলাই) লোহিত সাগরের উপকূলে অবস্থিত হোদেইদাহ, রাস-ইসা ও আস-সালিফ বন্দরের পাশাপাশি রাস কাথিব বিদ্যুৎকেন্দ্রেও এ হামলা সংঘটিত হয়।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গ্যালাক্সি লিডারশিপের একটি রাডার সিস্টেমকেও লক্ষ্য করে হামলা করেছে, যা হুতিদের নিয়ন্ত্রণাধীন এবং হোদেইদাহ বন্দরে নোঙর করা ছিল।
তৎক্ষণাৎ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, এটি ইয়েমেনে প্রায় এক মাস পর ইসরায়েলের প্রথম বিমান হামলা। এর আগে একই দিনে হুতিরা ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে, যার প্রতিরোধ করেছে ইসরাইলি বাহিনী।
ইসরায়েলি সেনারা জানায়, ইয়েমেনের সবচেয়ে জনবহুল অঞ্চল নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী রোববার ইসরাইলের দিকে আরও দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
হুতিরা এই হামলার জবাবে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করার কথা নিশ্চিত করেছে।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা