“ইন্ডাকশন মোল্ডিং কারখানায় মিটার সংযোগে অনিয়ম: নির্বাহী প্রকৌশলীর উপস্থিতিতে ক্ষোভে ফেটে পড়লেন ভুক্তভোগীরা”

- আপডেট সময় : ০১:৪৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
আজ সোমবার, ২৪ জুন, রাজধানীর ইসলামবাগ চাঁদনী ঘাট এলাকায় অবস্থিত লালবাগ বিদ্যুৎ অফিস প্রাঙ্গণে তীব্র প্রতিবাদে মুখর হয়ে উঠেন স্থানীয় শিল্প মালিক ও ভুক্তভোগী নাগরিকরা।
সন্ধান মিলেছে দীর্ঘদিন ধরে চলমান এক অনিয়মের, যেখানে ইন্ডাস্ট্রিয়াল মিটার সংযোগে দুর্নীতি, হয়রানি ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে।
বেলা ৩টার দিকে প্রতিবাদী কণ্ঠ এবং প্রতিবাদী কণ্ঠ মানবিক সংগঠনের একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত হয়। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের উপদেষ্টা পিন্টু আহমেদ, সদস্য মোঃ অহিদ, রাসেল, ও অন্যান্য সংগঠকগণ।

স্থানীয় ইন্ডাকশন মোল্ডিং কারখানা মালিক মোঃ রাসেল সাংবাদিকদের জানান:
“তিন মাস আগে মিটারে সমস্যা দেখা দিলে আমি অফিসে অভিযোগ করি। পরে ৪০ হাজার টাকা খরচ করে তারা একটা পুরনো মিটার লাগিয়ে দেয়। এখন আবার সেটাও নষ্ট হয়ে গেছে। শুধু আমি না—এরকম ভোগান্তিতে আরও অনেকে পড়েছেন। অথচ আমরা নিয়মিত বিল পরিশোধ করছি।”
সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করলে, দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী প্রবীর চন্দ্র তালুকদার প্রথমে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও পরে বলেন:
“আমি এখানে সদ্য যোগ দিয়েছি। তবে এসব অনিয়মের বিষয় আমি লক্ষ্য করেছি এবং কর্তৃপক্ষকে অবহিত করেছি। ভবিষ্যতে এমন হবে না, এই আশ্বাস দিচ্ছি।”

তবে প্রকৌশলীর এই আশ্বাস ভুক্তভোগীদের রাগ কমাতে ব্যর্থ হয়।
অনেকে গেটের বাইরে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।
পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলেও শেষপর্যন্ত নির্বাহী প্রকৌশলী রাসেল সাহেবের কারখানায় নতুন মিটার পুনঃসংযোগ করতে সম্মত হন, এবং বলেন, কোনো টাকা লাগবে না।
সংগঠনের বক্তব্য
প্রতিবাদী কণ্ঠ ও প্রতিবাদী কণ্ঠ মানবিক সংগঠন এক যৌথ বিবৃতিতে বলেন:
“জনসেবার নামে হয়রানি ও দুর্নীতি আর নয়। শিল্প মালিকদের ন্যায্য অধিকার দিতে হবে। বিদ্যুৎ অফিসে অনিয়মের যে দৃষ্টান্ত আজ দেখা গেছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে।”