ইন্টারনেট ব্যবহারে তর্ক, নারায়ণগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ

- আপডেট সময় : ০৮:৩৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী বিজলী আক্তার আমেনাকে (২৫) বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী ইমরান হোসেন। হত্যাকাণ্ডের পর তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
শনিবার (৫ জুলাই) রাতে উপজেলার এনায়েতনগর এলাকার একটি ভাড়া বাসায় ঘটে মর্মান্তিক এই ঘটনা।
নিহত বিজলী আক্তার কুমিল্লার কান্দাইল গ্রামের বাহার মিয়ার মেয়ে। নয় মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে ইমরান হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে।
নিহতের ছোট বোন বৃষ্টি আক্তার জানান, দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে বিজলী ও ইমরানের মধ্যে প্রায়ই কলহ হতো। ঘটনার দিন রাতে স্বামীর মোবাইল ফোনে বিজলী তার ভাগ্নির সঙ্গে কথা বলছিলেন। এ সময় মোবাইলের ইন্টারনেট (এমবি) নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। একপর্যায়ে উত্তেজিত ইমরান ঘরে থাকা বটি দিয়ে বিজলীকে উপর্যুপরি কোপাতে থাকেন।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বিজলীকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, “হত্যাকাণ্ডের পর ইমরান হোসেন নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই প্রশ্ন তুলছেন—তুচ্ছ ইন্টারনেট নিয়ে তর্কের বলি হতে হলো একটি প্রাণ?