ইতালিতে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২৭ জন

- আপডেট সময় : ০৪:২৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
ইতালির রোমে একটি পেট্রল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১০ পুলিশ সদস্যসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) সকালে রোমের প্রেনেস্তিনো এলাকার একটি গ্যাস স্টেশনে এই বিস্ফোরণ ঘটে।
রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। রোমা টুডে-তে প্রকাশিত ছবিতে দেখা যায়, আকাশে বিশাল আগুনের গোলা ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে। দমকল বিভাগের মতে, পুরো পেট্রল স্টেশন প্রায় ধ্বংস হয়ে গেছে।
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে ১৬ জন বেসামরিক নাগরিক রয়েছেন, যার মধ্যে স্টেশনটির ম্যানেজারও আছেন। দমকল বিভাগের একজন সদস্যও আহতদের তালিকায় আছেন। আহতদের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত নয়।
একজন অ্যাম্বুলেন্স সার্ভিস কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ২৮ জন আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পোপ লিও চতুর্দশ এক্সে সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমার ধর্মপ্রদেশের কেন্দ্রে অবস্থিত একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণে আহতদের জন্য প্রার্থনা করছি। আমি এই দুঃখজনক ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।”
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ২ জন মারাত্মকভাবে দগ্ধ হয়ে ভেন্টিলেশনে আছেন।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, একটি ট্রাক পেট্রল পাইপলাইনে ধাক্কা দিলে গ্যাস লিক হয় এবং তা থেকেই আগুন ধরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উপস্থিত ছিল।