আশুগঞ্জে অনুমোদনহীন সিসা কারখানা, তিন চীনা নাগরিকসহ ছয়জনকে কারাদণ্ড

- আপডেট সময় : ০৩:৪৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অনুমোদন ছাড়াই পরিচালিত একটি সিসা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তিন চীনা নাগরিকসহ ছয়জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পরিবেশের মারাত্মক ক্ষতি ও অনুমতি ছাড়া কারখানা পরিচালনার দায়ে এই সাজা দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া।
দণ্ডিতদের নাম ও পরিচয়
দণ্ডপ্রাপ্তরা হলেন—চীনের ঝানা ইয়াংলিয়াং (৪৪), ঝু শিংলিয়া (৪১), সান বেনহুয়া (৬৩), এবং বাংলাদেশের মো. ইফতেয়ার সিকদার (৩৩), মো. সোহাগ মিয়া (২৫), মো. দিদার (২৬)। এদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
অবৈধ সিসা গলানোর কারখানা
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমোদনহীনভাবে পরিচালিত এই সিসা কারখানায় দীর্ঘদিন ধরে সিসা গলানোর কাজ চলছিল, যার ফলে আশপাশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।
নেই কোনো অনুমোদন, নেই পরিবেশ ছাড়পত্র
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান বলেন,
“অভিযুক্তরা পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র, ট্রেড লাইসেন্স কিংবা আইনগত অনুমতি দেখাতে পারেননি। একজন চীনা নাগরিক কারখানার মূল মালিক, যিনি স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করছিলেন।”
তিনি আরও জানান, সিসা গলানোর প্রক্রিয়ায় আশপাশের পরিবেশ দূষিত হচ্ছিল এবং তা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ হয়ে উঠেছিল।
কারখানা বন্ধ ও ভবিষ্যৎ ব্যবস্থা
ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। জায়গার মালিককে সতর্ক করে বলা হয়েছে, দ্রুত কারখানা সরিয়ে না নিলে ভবিষ্যতে জরিমানাসহ সিলগালার পদক্ষেপ নেওয়া হবে।
অভিযানে অংশ নেয় আশুগঞ্জ থানা পুলিশ, আনসার সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।