নোয়াখালীর বেগমগঞ্জে কুখ্যাত ‘বলি’ গ্যাংয়ের পতন: মাদক–সন্ত্রাসমুক্ত সমাজের পথে হাজীপুর
- আপডেট সময় : ১২:০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুর আজ যেন নতুন করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। বহুদিন ধরেই এলাকাজুড়ে ত্রাস সৃষ্টি করা কুখ্যাত মাদক–সন্ত্রাসী ‘বলি’র পতনে স্থানীয় মানুষের মনে ফিরে এসেছে নিরাপত্তা ও স্বস্তি।
মাদক এবং সন্ত্রাস কোনো ব্যক্তিগত সমস্যা নয়; এটি গোটা সমাজকে গ্রাস করে ফেলা এক ভয়াবহ মহামারী। দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ছড়িয়ে থাকা মাদকচক্র আজ জাতীয় অগ্রগতির বড় প্রতিবন্ধক। তাই মাদক–সন্ত্রাস নির্মূল আজ সময়ের অপরিহার্য দাবি।
স্থানীয় বাসিন্দারা বলছেন, বলি ও তার অনুসারীদের কারণে দীর্ঘদিন তারা আতঙ্কে দিন কাটিয়েছেন। মাদক ব্যবসা বন্ধের বিরুদ্ধে কথা বললেই সাধারণ মানুষকে আত্মঘাতী হামলা, মারধর বা প্রতিশোধের ভয় নিয়ে বাঁচতে হতো। এই ভয়াবহ সংস্কৃতি পরিবর্তনের প্রত্যাশাই আজ অঞ্চলের মানুষের মুখে মুখে।
তারা মনে করেন, মাদককে নির্মূল করতে হলে প্রয়োজন জনগণের সচেতনতা, আইনের প্রতি আস্থা এবং প্রশাসনের দৃঢ় পদক্ষেপ। সমাজকে রক্ষা করতে হলে মাদক–সন্ত্রাসকে শেকড় থেকে তুলে ফেলাই হতে হবে প্রথম শর্ত।
জনগণের আহ্বান—
“মাদককে না বলুন। অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ান—তবে আইন, ন্যায়বিচার ও প্রশাসনের শক্তিকে সঙ্গে নিয়ে।”
হাজীপুরবাসীর প্রত্যাশা, সত্য বললেই যেন মানুষ নিরাপদ থাকে, আর কোনো মাদক–সন্ত্রাসী গোষ্ঠী নয়। আইন-শৃঙ্খলা বাহিনীর শক্ত পদক্ষেপ অব্যাহত থাকলে বেগমগঞ্জসহ সারা দেশই শিগগিরই মাদকমুক্ত সমাজের পথে এগিয়ে যাবে—এমনটাই বিশ্বাস স্থানীয়দের।
















