শাহজালাল বিমানবন্দরে আগুনের পর পণ্য খালাস শুরু ৯ নম্বর গেট দিয়ে
- আপডেট সময় : ০৫:৫৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের তৃতীয় দিনেও দমকল বাহিনীর পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। তবে সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় ৯ নম্বর গেট দিয়ে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। প্রথমে আমদানিকারক প্রতিষ্ঠান ইয়ং অন এর পণ্য খালাসের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
সকাল থেকেই ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ভবনের ভেতর ও বাইরে সতর্ক অবস্থানে রয়েছে। দুপুরের পর থেকে ধীরে ধীরে পণ্য খালাসের গতি বাড়তে শুরু করে।
এর আগে শনিবার দুপুরে বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় একদিনের চেষ্টার পর রোববার বিকেলে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ভবনে রাসায়নিক পদার্থ মজুত থাকায় এখনও সতর্কভাবে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।
এদিকে সকাল থেকেই আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট এবং কুরিয়ার প্রতিনিধিরা ৯ নম্বর গেটের সামনে অবস্থান নেন। তারা জানান, দীর্ঘ সময় অপেক্ষার পরও বিমান ও কাস্টমস কর্তৃপক্ষের কোনো কার্যক্রম প্রথমদিকে চোখে পড়েনি। তবে দুপুরে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম দফতর সম্পাদক নিশ্চিত করেন যে, ৯ নম্বর গেটে পণ্য খালাসের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
তবে ভারি পণ্য খালাসে প্রয়োজনীয় হাইস্টার বা ফর্কলিফটের মতো যান্ত্রিক সরঞ্জাম না থাকায় শঙ্কা প্রকাশ করেছেন আমদানিকারকরা। তাদের আশঙ্কা, সময়মতো পণ্য খালাস না হলে বড় ধরনের ব্যবসায়িক ক্ষতি হতে পারে।
















