সর্বশেষ
রাজশাহীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত

প্রতিবাদী কন্ঠ
- আপডেট সময় : ০৩:৫২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
রাজশাহীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজে ধাক্কা খেয়ে দুই কিশোর নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নগরের চকপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে নাহিয়ান হাসান (১৭) ও মেহেরচণ্ডি উত্তরপাড়া মহল্লার পিয়ারুল ইসলামের ছেলে পিয়াসুর রহমান পিয়াস (১৭)। দুজনেই রাজশাহীর খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নগরের মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, দ্রুতগতিতে ওভারব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এ সময় তারা রাস্তার উপর ছিটকে পড়ে। এতে দুই আরোহী নাহিয়ান ও পিয়াস গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।