পাবনার সুজানগরে আগামীকাল জামায়াতের ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
আগামীকাল শনিবার (১৭ মে ২০২৫ ইং) পাবনার সুজানগর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে স্মরণকালের বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে।
কর্মী সম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
এতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। পৌর শহরজুড়ে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। ফলে সাজ সাজ রব উঠেছে।
শুক্রবার (১৬ মে) শুক্রবার বিকেলে অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান প্রস্তুতিমূলক সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন, উপজেলা জামায়াতের ইসলামীর আমীর অধ্যাপক কেএম হেসাব উদ্দিন।
জানা গেছে, ৫ আগষ্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর সারাদেশে প্রকাশ্যে সভা সমাবেশ করছে জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় সুজানগর উপজেলা সংগঠনের আয়োজনে, ইতিহাসের বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠািত হতে যাচ্ছে।
সুজানগর উপজেলা ও বেড়া উপজেলা সংগঠনের আয়োজনে, অনুষ্ঠান সুজানগর অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার ও পৌর পেঁয়াজ হাট মাঠে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের জন্য বিশাল প্যান্ডেল বানানো হয়েছে।
এদিন সকাল ৯ টায় কোরআন তেলোয়াত ও হামদ-নাত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হবে।
সুজানগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর, পাবনা-২ (সুজানগর ও বেড়ার আংশিক) আসনের এমপি পদপ্রার্থী জননেতা অধ্যাপক কে এম হেসাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, উত্তরবঙ্গের কৃতি সন্তান মাওলানা রফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, পাবনা-৫ আসনের এমপি পদপ্রার্থী প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো: ইকবাল হোসাইন।
সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফ্ফার খান, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু সালেহ মো: আব্দুল্লাহ, এসএম সোহেল, জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যরিষ্টার নাজিবুর রহমান মোমেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডা.আব্দুল বাছেত খান, বেড়া উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান সরকার, পাবনা-৩ আসনের মনোনয়ন পদপ্রার্থী মাওলানা আলী আসগর। সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন পাবনা-২ আসনের পরিচালক শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রেজাউল করিম।
অনুষ্ঠান সঞ্চালনা করবেন বেড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আতাউর রহমান সরকার ও সুজানগর জামায়াতের সেক্রেটারি টুটুল হোসাইন বিশ্বাস।
এদিকে কর্মী সম্মেলন ঘিরে আওয়ামী সরকারের জুলুম নির্যাতনে কোনঠাসা হওয়া জামায়াতে ইসলামীর প্রকাশ্যে বিশাল এ সম্মেলনে সুজানগর উপজেলা জামায়াতে ইসলামী ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ও সাজ সাজ রব উঠেছে।
পৌর সদর এলাকায় ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। আগত মেহমানদের স্বাগত জানিয়ে মোড়ে মোড়ে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন লাগানো হয়েছে।
আব্দুল আসাদ নামে একজন বলেন, শনিবার প্রকাশ্যে জামায়াতের ইসলামীর বিশাল কর্মী সম্মেলনের বিষয়টি জানতে পেরেছি। সব জায়গায় মাইকিং করা হচ্ছে। আবার নেতাকর্মীরা এলাকায় গিয়ে দাওয়াতী কাজও করছে। আমাদের খুবই ভালো লাগছে। এতোদিনতো জামায়াতকে রাস্তায় দাঁড়ানো তো দুরের কথা বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতন চালিয়েছে। প্রথম শ্রেণির সকল নেতাকে ফাঁসির নামে হত্যা করেছে। শত নির্যাতনের পরও এখন চারিদিকে জামায়াতের কথা শুনছে পাচ্ছি। চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত দেশ গড়তে আগামীতে জামায়াতকে ভালো অবস্থানে দেখতে চান তিনি।
সুজানগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও পাবনা-২ (সুজানগর -বেড়ার আংশিক) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক কেএম হেসাব উদ্দিন বলেন, শনিবারের বিশাল কর্মী সম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। আমরা নেতাকর্মীদের নিয়ে বিশেষ প্রস্তুতি সভা করা হয়েছে। সভায় সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান বাস্তবায়ন বিশেষ নির্দেশনা দেওয়া হয়।
তিনি আরও বলেন, বর্ণাঢ্য আয়োজন, সাজসজ্জা ও আধুনিকায়ন ও ব্যয়বহুল অনুষ্ঠান সুজানগর উপজেলা জামায়াতের ইতিহাসে কখনো হয়নি। অন্যকোন দলও এতো বড় বাজেট ও অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে অনুষ্ঠান করতে পারেনি। আগামীকালের কর্মী সম্মেলন সফল হোক ও সার্থক করতে সুজানগর ও আমিনপুর বাসীকে দলে দলে যোগদানের আহবান জানান।