গোপালগঞ্জে ডিএসবির এএসআই মনিরুল ইসলাম মনিরের অসাধারণ সাফল্য, অষ্টমবারের মতো পেলেন পুরস্কার

- আপডেট সময় : ১০:২০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
নিরলস পরিশ্রম, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি স্বরূপ গোপালগঞ্জ জেলা পুলিশের ডিএসবির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মনিরুল ইসলাম মনির অষ্টমবারের মতো সম্মাননা পুরস্কারে ভূষিত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুলাই ২০২৫) গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মহোদয়ের কাছ থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “এএসআই মনিরুল ইসলাম মনির তার দায়িত্বশীলতা, সততা ও পেশাগত নিষ্ঠার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি গোপালগঞ্জ জেলা পুলিশের একজন গর্বিত সদস্য।”
পুরস্কারপ্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এএসআই মনিরুল ইসলাম বলেন,
“এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলল। আমি প্রতিজ্ঞাবদ্ধ, দেশ ও জনগণের সেবায় নিজেকে সর্বোচ্চভাবে উৎসর্গ করব।”
জেলা পুলিশের অভ্যন্তরে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স ইতোমধ্যেই সহকর্মীদের মধ্যে প্রশংসার উদাহরণ হিসেবে পরিগণিত হচ্ছে। অনেকেই মনে করছেন, মনিরুল ইসলামের মতো কর্মকর্তারাই পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মুখ্য ভূমিকা রাখছেন।