ঢাবিতে হিজাব-নিকাব পরা ছাত্রীদের পরিচয় শনাক্তে নারী স্টাফ নিয়োগের সিদ্ধান্ত

- আপডেট সময় : ০৯:০৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষা ও প্রেজেন্টেশনে শিক্ষার্থীদের কানসহ মুখমণ্ডল উন্মুক্ত রাখার নিয়ম থাকলেও, এই নিয়ম মেনে চলতে অনেক নারী শিক্ষার্থী আপত্তি জানিয়ে আসছেন। সম্প্রতি এমনই এক আপত্তি প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন হিজাব ও নিকাব পরা ছাত্রীদের পরিচয় শনাক্তে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তা রক্ষার স্বার্থে নিকাব ও হিজাব পরা ছাত্রীদের পরিচয় যাচাইয়ের সময় নারী শিক্ষক, নারী কর্মকর্তা ও নারী কর্মচারীদের দায়িত্ব দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রয়োজনে নারী সহকারী প্রক্টরের সহায়তায় এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এছাড়া ভবিষ্যতে ফিঙ্গারপ্রিন্টিং বা বায়োমেট্রিক পদ্ধতির সম্ভাব্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও উল্লেখ করা হয়।
এই সিদ্ধান্ত বৃহস্পতিবার (৬ মার্চ) উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস কমিটির এক বৈঠকে গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সেমিস্টার ফাইনাল পরীক্ষার পর তাহমিনা আক্তার তামান্না নামের এক ছাত্রী তার ফেসবুক স্ট্যাটাসে এ সংক্রান্ত অসন্তোষের কথা জানান, যা ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে।