সর্বশেষ
বিশ্ব মঞ্চে ব্রাহ্মণবাড়িয়ার ‘মানবপুতুল’ নৃত্য: ওসাকা এক্সপোতে যাচ্ছে ক্ষুদে শিল্পীরা পদ্মার ইলিশ কোথায় হারাল? স্বাদের রাজা এখন নাগালের বাইরে জোঁকের তেল: গোপন শক্তি না গোপন বিপদ? কী বলছে চিকিৎসা বিজ্ঞান? “বিয়ের জন্য আপনি প্রস্তুত তো? জেনে নিন চূড়ান্ত আত্মবিশ্লেষণের ৬টি দিক” আজ মানিক মিয়া এভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিএমপির ডাইভারশন নির্দেশনা—এড়িয়ে চলুন এই সড়কগুলো যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা ব্যবসায়িক ভিসায় নতুন শর্ত: আবেদনেই জমা দিতে হতে পারে ১৮ লাখ টাকার বন্ড টাঙ্গাইলে ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক কাউন্সিলর ফজলে এলাহী গ্রেফতার বিয়ে ছিল ফাঁদ! ৮ স্বামীকে ফাঁসিয়ে কোটি টাকা হাতানো সামিরা নবম বিয়ের আগেই গ্রেপ্তার প্রেমের ফাঁদে চা, তারপর অজ্ঞান! পাত্রী গ্রেপ্তার, জব্দ হওয়া মোবাইল গেল বাংলাদেশে

রতনের পরিবার বাঁচাতে মানবতার ডাকে সাড়া দিন

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ১১:১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে


— প্রতিবাদী কণ্ঠ মানবিক সংগঠনের অনুরোধে মানবিক সংবাদ প্রতিবেদন

ঢাকা, ৫ জুলাই ২০২৫:
চকবাজারের এক কোণে, শহরের কোলাহল থেকে একটু দূরে বসবাস করতেন রতন। একসময় একটি দোকানে পরিশ্রম করে সংসারে সাহায্য করতেন তিনি। জীবনটা খুব সাদামাটা হলেও মায়ের ভালোবাসা আর ভাই হীরার সহানুভূতির ছায়ায় জীবনটা চলছিল ধীরে ধীরে। বাবা জীবিত, তবে নিঃস্পৃহ। সংসারের হাল ধরেছেন মা, রতন ও তার ভাই হীরা—তিনজন মিলে।

কিন্তু হঠাৎ করেই সবকিছু বদলে যায়।

দীর্ঘদিন ধরে অসুস্থ রতন আজ সম্পূর্ণ শয্যাশায়ী। তাঁর শরীর এখন আর চলতে চায় না, উঠে বসাও দুঃসাধ্য। এই অসুস্থ ছেলেকে একা রেখে রতনের মা আর গৃহকর্মে যেতে পারেন না। হীরা অল্প আয়ে একটি ফ্যাক্টরিতে কাজ করলেও, সেই আয় আজ অনাহার আর ঔষধের টানাপোড়েনে কিছুই যেন নয়।

রতনকে সাম্প্রতিক সময়ে ভর্তি করা হয়েছিল মিটফোর্ড হাসপাতালের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বহনের সামর্থ্য না থাকায় তাঁকে হাসপাতাল থেকে ছাড়িয়ে এনে রাখা হয়েছে এক ছোট ভাড়া ঘরে—মাসিক ভাড়া মাত্র ৩ হাজার টাকা হলেও সেটাও এখন তাদের কাছে অনেক বড় বোঝা।

চোখের সামনে ছেলেকে কষ্ট পেতে দেখে বারবার ভেঙে পড়ছেন মা। কান্না আর নিরুপায় হতাশায় মুখ থুবড়ে পড়ছে একটি পরিবার।

এই হৃদয়বিদারক পরিস্থিতির খবর পেয়ে ‘প্রতিবাদী কণ্ঠ’ মানবিক সংগঠনের একদল সদস্য সরেজমিনে রতনের পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁদের চোখেও জল চলে আসে। সংগঠনের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা ইতোমধ্যেই প্রদান করা হয়েছে, তবে তা স্থায়ী সমাধান নয়।

রতনের চিকিৎসা, খাবার ও জীবনযাপনের জন্য প্রয়োজন নিরবিচারে সহানুভূতির হাত।

প্রতিবাদী কণ্ঠ-এর পক্ষ থেকে সকল দয়ালু হৃদয়ের মানুষের প্রতি আহ্বান:

আসুন, আমরা রতনের পাশে দাঁড়াই।
আমাদের একটি ক্ষুদ্র সহায়তা হতে পারে রতনের পরিবারের জন্য নতুন জীবনের আশার আলো।

যোগাযোগের ঠিকানা:
📍 ৬৫/৩, ওয়াটার ওয়ার্কস রোড
প্রতিবাদী কণ্ঠ প্রধানের সাথে সরাসরি
📞 01305324013, 01918866653 ( যোগাযোগ )
💬 অথবা প্রতিবাদী কণ্ঠ ফেসবুক পেইজের ইনবক্সে।

🤲 দয়া ও সহানুভূতির হাত বাড়ান। রতনের পরিবার এখন মানবতার অপেক্ষায়।
একটি পরিবারের বাঁচার আশাটুকু আপনিই হতে পারেন।

মানবতা হোক আমাদের শক্তি।
সহানুভূতি হোক আগামী প্রজন্মের বার্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রতনের পরিবার বাঁচাতে মানবতার ডাকে সাড়া দিন

আপডেট সময় : ১১:১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫


— প্রতিবাদী কণ্ঠ মানবিক সংগঠনের অনুরোধে মানবিক সংবাদ প্রতিবেদন

ঢাকা, ৫ জুলাই ২০২৫:
চকবাজারের এক কোণে, শহরের কোলাহল থেকে একটু দূরে বসবাস করতেন রতন। একসময় একটি দোকানে পরিশ্রম করে সংসারে সাহায্য করতেন তিনি। জীবনটা খুব সাদামাটা হলেও মায়ের ভালোবাসা আর ভাই হীরার সহানুভূতির ছায়ায় জীবনটা চলছিল ধীরে ধীরে। বাবা জীবিত, তবে নিঃস্পৃহ। সংসারের হাল ধরেছেন মা, রতন ও তার ভাই হীরা—তিনজন মিলে।

কিন্তু হঠাৎ করেই সবকিছু বদলে যায়।

দীর্ঘদিন ধরে অসুস্থ রতন আজ সম্পূর্ণ শয্যাশায়ী। তাঁর শরীর এখন আর চলতে চায় না, উঠে বসাও দুঃসাধ্য। এই অসুস্থ ছেলেকে একা রেখে রতনের মা আর গৃহকর্মে যেতে পারেন না। হীরা অল্প আয়ে একটি ফ্যাক্টরিতে কাজ করলেও, সেই আয় আজ অনাহার আর ঔষধের টানাপোড়েনে কিছুই যেন নয়।

রতনকে সাম্প্রতিক সময়ে ভর্তি করা হয়েছিল মিটফোর্ড হাসপাতালের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বহনের সামর্থ্য না থাকায় তাঁকে হাসপাতাল থেকে ছাড়িয়ে এনে রাখা হয়েছে এক ছোট ভাড়া ঘরে—মাসিক ভাড়া মাত্র ৩ হাজার টাকা হলেও সেটাও এখন তাদের কাছে অনেক বড় বোঝা।

চোখের সামনে ছেলেকে কষ্ট পেতে দেখে বারবার ভেঙে পড়ছেন মা। কান্না আর নিরুপায় হতাশায় মুখ থুবড়ে পড়ছে একটি পরিবার।

এই হৃদয়বিদারক পরিস্থিতির খবর পেয়ে ‘প্রতিবাদী কণ্ঠ’ মানবিক সংগঠনের একদল সদস্য সরেজমিনে রতনের পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁদের চোখেও জল চলে আসে। সংগঠনের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা ইতোমধ্যেই প্রদান করা হয়েছে, তবে তা স্থায়ী সমাধান নয়।

রতনের চিকিৎসা, খাবার ও জীবনযাপনের জন্য প্রয়োজন নিরবিচারে সহানুভূতির হাত।

প্রতিবাদী কণ্ঠ-এর পক্ষ থেকে সকল দয়ালু হৃদয়ের মানুষের প্রতি আহ্বান:

আসুন, আমরা রতনের পাশে দাঁড়াই।
আমাদের একটি ক্ষুদ্র সহায়তা হতে পারে রতনের পরিবারের জন্য নতুন জীবনের আশার আলো।

যোগাযোগের ঠিকানা:
📍 ৬৫/৩, ওয়াটার ওয়ার্কস রোড
প্রতিবাদী কণ্ঠ প্রধানের সাথে সরাসরি
📞 01305324013, 01918866653 ( যোগাযোগ )
💬 অথবা প্রতিবাদী কণ্ঠ ফেসবুক পেইজের ইনবক্সে।

🤲 দয়া ও সহানুভূতির হাত বাড়ান। রতনের পরিবার এখন মানবতার অপেক্ষায়।
একটি পরিবারের বাঁচার আশাটুকু আপনিই হতে পারেন।

মানবতা হোক আমাদের শক্তি।
সহানুভূতি হোক আগামী প্রজন্মের বার্তা।