সাবেক প্রধানমন্ত্রীর ইন্তেকালে হিট ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি স্থগিত
- আপডেট সময় : ০৫:৪৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ সংগঠন হিট ফাউন্ডেশন। জাতির এই শোকাবহ মুহূর্তে মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে সংগঠনটি তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্ধারিত সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে।
সংগঠন সূত্রে জানা গেছে, আজ হিট ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সকল থানা, উপজেলা, জেলা, মহানগর, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে নানা উৎসবমুখর কর্মসূচির ব্যাপক প্রস্তুতি চলছিল। তবে জাতির শোকের সময়ে আনন্দঘন কোনো আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠন কর্তৃপক্ষ।
হিট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ নুরুল্লাহ আল-আমিন এক অবগতি পত্রে জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে হিট ফাউন্ডেশন পরিবার গভীরভাবে শোকাহত। এ কারণে আজকের নির্ধারিত প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি বাতিল করা হয়েছে। একই সঙ্গে তিনি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সদস্যদের আজ কোনো ধরনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান।
চেয়ারম্যান মোঃ নুরুল্লাহ আল-আমিন আরও বলেন,
“মানবাধিকার ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী একটি সংগঠন হিসেবে জাতির শোকের দিনে উৎসব নয়, বরং সংযম ও সহমর্মিতাই হিট ফাউন্ডেশনের অবস্থান।”
সংগঠন সূত্রে আরও জানানো হয়, স্থগিত হওয়া প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
— হিট ফাউন্ডেশন চেয়ারম্যান মোঃ নুরুল্লাহ আল-আমিন নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।


















