শ্রীমঙ্গলে এসএসসি-এইচএসসিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩১ শিক্ষার্থীর হাতে সম্মাননা ও নগদ পুরস্কার

- আপডেট সময় : ০৭:২৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গলের গৌরবোজ্জ্বল শিক্ষা পরিসরে আজ যুক্ত হলো এক অনন্য আয়োজন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জানিয়ে পুরস্কার প্রদান করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩১ জন কৃতী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শ্রীমঙ্গল নটরডেম স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে, আয়োজনে ছিল মাধ্যমিক শিক্ষা অফিস এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের SEDIP প্রকল্প (Performance Based Grants for Secondary Institutions Scheme)।
এই প্রকল্পের আওতায় এসএসসি উত্তীর্ণদেরকে ১০ হাজার টাকা এবং এইচএসসি উত্তীর্ণদেরকে ১৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ:
প্রধান অতিথি: প্রফেসর এ.বি.এম মোখলেছুর রহমান, অধ্যক্ষ, শ্রীমঙ্গল সরকারি কলেজ
সভাপতি: মোহাম্মদ ইসলাম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), শ্রীমঙ্গল
বিশেষ অতিথি: মোহাম্মদ ফজলুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মৌলভীবাজার
উপস্থিত ছিলেন:
দিলীপ কুমার বর্ধন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
মাওলানা মুফতি শেখ শিব্বির আহমদ, অধ্যক্ষ, সিরাজনগর গাউছিয়া জালালিয়া মমতাজিয়া ফাযিল মাদ্রাসা
মোহাম্মদ আবু তাহের শাহেদ গাজী, প্রধান শিক্ষক, শাহ মোস্তফা স্থান উচ্চ বিদ্যালয়
মোহাম্মদ জহিরুল ইসলাম, সভাপতি, ডোবাগাঁও বাহারুল উলুম দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটি
সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদ, জেলা প্রতিনিধি, ৭১ টিভি
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সঞ্জিত কুমার দাস।
অনুষ্ঠানে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত ছিলেন এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বিশেষ শুভেচ্ছা বার্তা:
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভ