কুরবানীর ঈদে সচেতনতা ও সাম্যবোধ জরুরি — বিশেষজ্ঞদের পরামর্শ

- আপডেট সময় : ০৪:৫৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা বা কুরবানীর ঈদ। এ উপলক্ষে পশু কোরবানি ও আত্মত্যাগের শিক্ষা নিয়ে সমাজে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন ধর্মীয় ব্যক্তিত্ব ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
পবিত্র ঈদুল আজহা শুধুমাত্র পশু জবাইয়ের উৎসব নয়, বরং এটি আত্মত্যাগ, সহানুভূতি ও মানবিকতার বাস্তব রূপ। এই উপলক্ষে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই কুরবানীর মূল শিক্ষা — এমনটাই জানিয়েছেন বিশিষ্ট আলেম মাওলানা মো. আব্দুল হাকিম।
তিনি বলেন, “আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা পশু কোরবানি করি, কিন্তু একইসঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে যেন এতে কারও কষ্ট না হয়। পশুর প্রতি নিষ্ঠুরতা পরিহার করে ইসলামের নির্দেশনা মোতাবেক কোরবানি করা উচিত।”
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, কোরবানির সময় পরিবেশ সচেতনতা বজায় রাখা জরুরি। খোলা জায়গায় বর্জ্য ফেলা, নোংরা পানি রাস্তায় ছড়িয়ে দেওয়া ইত্যাদি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
ঢাকা সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা বলেন, “নির্ধারিত স্থানেই কোরবানি দিতে আমরা জনগণকে উৎসাহিত করছি। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে কর্পোরেশনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এছাড়াও পশু কেনাবেচায় প্রতারণা থেকে বাঁচতে খামার থেকে পশু কেনার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শও এসেছে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে।
কুরবানির ঈদ যেন ধর্মীয় আবেগ ও সামাজিক দায়িত্ববোধের এক মহৎ উদাহরণ হয়ে ওঠে — এই কামনায় সকলের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।