সর্বশেষ
রাজশাহীতে বিশেষ অভিযানে আ.লীগ কর্মীসহ গ্রেপ্তার-১৭

প্রতিবাদী কন্ঠ
- আপডেট সময় : ০৫:২৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
রাজশাহী মহানগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ বিশেষ অভিযানে মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বিভিন্ন ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত এবং ১০ জন অন্যান্য অপরাধে অভিযুক্ত।
বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া দুইজন হলেন আওয়ামী লীগ কর্মী পঙ্কজ দাস (৩৩) এবং মো. রাজিব (৩৮)। পঙ্কজ দাস বোয়ালিয়া মডেল থানার ফুদকি পাড়ার তপন কুমার দাসের ছেলে এবং রাজিব হেতেমখাঁ সবজিপাড়ার মৃত চাঁদ আলীর ছেলে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।