যেখানে সত্য থেমে যায়, সেখানেই প্রতিবাদী কন্ঠ

- আপডেট সময় : ০৮:২০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
সত্য আজ আর কেবল সত্য নয়—তা যেন হয়ে উঠেছে সাহসীদের একচ্ছত্র সম্পদ। যেখানে ক্ষমতার চাপ, ভয়, স্বার্থ কিংবা সুবিধাবাদ সত্যের কণ্ঠরোধ করে, ঠিক সেখানেই আমাদের জন্ম—প্রতিবাদী কন্ঠ।
আমরা বিশ্বাস করি, সাংবাদিকতার মূল শক্তি হল নির্ভীকতা ও নৈতিকতা। এ পত্রিকা কোনো রাজনৈতিক ব্যানারে বাঁধা নয়, বরং একটি মানবিক, সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য—বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, নির্যাতিতের পাশে দাঁড়ানো, অবিচারের মুখোশ টেনে খোলা, এবং সেই প্রতিটি জায়গায় প্রতিবাদের শব্দ তুলে ধরা, যেখানে সত্য থেমে যায়।
প্রতিবাদী কন্ঠের প্রতিটি শব্দ, প্রতিটি প্রতিবেদন, প্রতিটি প্রশ্ন—হোক তা একটি নিখোঁজ শিশুর খোঁজ, একজন শ্রমিকের হাহাকার, কিংবা বৃহৎ কোনো দুর্নীতির মুখোশ উন্মোচন—সবকিছুই সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে।
আমরা জানি, সত্য বলাটা সহজ নয়। আমরা এটাও জানি, অনেক সময় এই পথ একাকী, বিপদসংকুল। তবু আমরা থেমে থাকি না। কারণ, আমাদের কণ্ঠ বন্ধ হলে—নীরবতাই অন্যায়কে সুযোগ করে দেবে।
প্রতিবাদী কন্ঠ কেবল একটি পত্রিকা নয়, এটি একটি অঙ্গীকার।
সত্য যতবার থেমে যাবে, আমরা ততবার বলব—”সত্য থেমে গেলে, প্রতিবাদ থেমে না।”